তীরের মতো চিকন পাতা
জলে ফোটে ফুল
অনেক লোকে গোলাপ ভেবে
করে সেটা ভুল ।
শ্বেতশুভ্র দীপ্তিময়ী
সবুজখোলের শাড়ি
বেণী কিংবা কবরীতে
গুঁজে রাখে নারী ।
মাটির উপর অল্প জলে
ফোটে জলগোলাপ
এই ফুল না দেখলে সে
বসে করে বিলাপ ।