শুণ্ড নেই মুণ্ড আছে
হস্তী যুক্ত শেষে
জলহস্তী বলে লোকে
শুধুই ভালোবেসে ।
কী করি ভাই ডাঙ্গায় উঠে
হাঁসফাঁসিয়ে মরি
রাখতে শীতল নিজের দেহ
জলকাদাতেই বাস
ডাঙ্গায় এলে গরম লাগে
করি হাঁসফাঁস ।
হাতীর মতো শক্তি আমার
মুখটা ভীষণ বড়
সকল প্রাণী ডরে মরে
জলের প্রাণীও তাবড় ।