আগে কী সুন্দর দিন ছিল
একান্নবর্তী পরিবার ছিল
দাদু সেজদাদু ছোটদাদু বাবা কাকা
সবাই এক সাথে ছিল ;
দাদু পরিবারের প্রধান ছিল
বিশাল এক হেঁশেল ছিল
রান্নাঘরের পাশে এক ঢেঁকি ছিল
আমার দাদি মৃত বলে
সেজ দাদি হেঁশেলের গিন্নি ছিল
বৌমায়েরা হুকুম তামিলে প্রস্তুত ছিল
চাটাই খুব বড় ছিল
সবাই একসাথে খেত
কেউ বাইরে থাকলে তার জন্য ভাত বাড়া থাকতো।
দাদু যেন রয়্যাল বেঙ্গল টাইগার ছিল
সামনে সবাই কেঁচো ছিল
বাবা সবসময় খুব গম্ভীর ছিল
মেজোকাকু খুব রাগী ছিল
সেজোকাকুর চিমটিকাটা কথা ছিল
ছোটকাকু সবাইকে ভয় করতো ;
ছোটদাদুর উপর চাষবাসের ভার ছিল
অনেক ক্ষেতখামার ছিল
প্রচুর খেজুরগাছ ছিল
পঁচিশ ত্রিশ কলসি খেজুর রস থেকে গুড় হতো
চাখার জন্য বাচ্চারা কাঁঠালপাতা পেতে থাকতো ।
মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি ছিল
তবুও অনেক শান্তি ছিল ।
কাকাতো ভাইদের সাথে পাটে পাটে দাওয়ায় শোয়া ছিল
বিকেলে লুকোচুরি খেলা ছিল
সন্ধ্যেবেলা হ্যারিকেন জ্বেলে পড়া ছিল
এক টিউটরের কাছে সব বিষয় পড়া ছিল
পড়া না পারলে উঠবোস ছিল
তবুও অনেক মজা ছিল ।
ছুটি পড়লে মায়ের সাথে মামার বাড়ি যাওয়া ছিল
নানা নানীর আদর ছিল
কত রকম বায়না ছিল
পৌষ মাসে কত রকম পিঠে ছিল
তখন রাস্তা কাঁচা ছিল
রাস্তায় ধুলো কাদা ছিল
গরুর গাড়ির চল ছিল
গাড়িতে তখন ছই ছিল
ছিপে মাছ ধরে কত আনন্দ ছিল
কারো সাথে আড়ি ছিল
দুদিন পরে আবার ভাব হতো
সেই পরিবারে কত মজা ছিল ।