কাহাফ সুরায় উল্লেখিত এক মহান ব্যক্তির নাম
লোকে তাঁকে বলে খিজির আলাইহিস সালাম।
তিনি যে ঠিক কীই বা ছিলেন ওলি কিংবা নবি
পাক কুরআনে বর্ণিত তাঁর অস্পষ্ট এক ছবি ।
ইহুদি খ্রিস্টান আর মুসলমানে মানে ও বিশ্বাসে
লুক্কায়িত জ্ঞানী পণ্ডিত সাগর তীরের চারপাশে;
মুসা নবি পেয়েছিলেন খিজির নবির কাছে দীক্ষা
আল্লাহর নির্দেশে তিনি যাঞ্চা করেন জ্ঞানের শিক্ষা।
খিজির নবি ছিলেন জ্ঞানী মানুষ সন্দেহ নেই তাতে
খাদির নামে উল্লেখিত বুখারি শরিফের পাতাতে
খাদির নামের অর্থ জানি ঘন সবুজ শ্যামল ভূমি
তিনি যথায় যেতেন তথায় তৃণ যেত তাঁর পদ চুমি ।
জীবিত বা মৃত তিনি এমন প্রশ্ন আমার মতে গৌণ
তাঁকে স্বীকার করে বলি আমাদের থাকাই মৌন ।