যীশু খ্রীষ্ট যদি আবার ফিরে আসেন নিজের
জন্মভূমিতে আগের স্বমহিমায় ; বিপথগামী
নেতৃবর্গে দেখাতেন আলো । বেথেলহেমের
কালো ধোঁয়া , উড়ন্ত উল্কা বর্ষণে হয়ে ব্যথিত
অশ্রু বিসর্জন ; সহস্রবার ক্রুশবিদ্ধ হতেও রাজি
তবুও মারণঘাতী অহরহ হানা ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী
দেশের উপর ; কতজন আজ স্বভূমে
পরবাস জীবন তার খতিয়ান না দেখেও
মর্মবেদনা জর্জরিত হাজার ক্রুশের যাতনায় ।
যীশু এসেছিলেন শান্তির জন্য ; যখন অনাচার
আর অবিচারে যায় ভরে তখনই হবে আবার
আবির্ভাব এই পৃথিবীতে এক চিলতে ফালি দেশে ।