এ আমার দেশ আমার মাতৃভূমি
তোমায় সালাম , তোমায় আমি চুমি
যেদিকে যাই সেদিকেতেই শুনি
জিও জিও শুধুই কেবল ধ্বনি ।
ইন্ডিয়া হোক কিংবা আমার ভারত
ছুটছে বেগে জিওর বিজয়রথ ।
সবজি কেনো , পোশাক কেনো
কিংবা কেনো ইলেকট্রনিক
মোবাইলে ডাউনলোড জিও করে নিক ।
জিও এসে জিওর বাজার
বাকি সবার মুখ তো ব্যাজার ।
এ দেশ আমার , আমার জন্মভূমি
তোমায় সালাম , তোমায় আমি চুমি
একক শাসন একক সদাগর
এঁরাই আসল অন্য সবাই পর
জিও জিও জিওর যুগে
দেশ চলেছে অনেক আগে
সরকার বাহাদুর জিও তোষে
বাকি বণিক আঙ্গুল চোষে
জিও ভারত , ইণ্ডিয়া জিও
দেশবাসীর সালাম নিও ।