সব কথাতে জি হুজুর জি হুজুর
আমি কভু বলিনে বলে
ঠোঁটকাটা আর বদমেজাজি
তারা আমায় ভেবেই চলে
বয়েই গেল কে কী ভাবে
থোড়াই আমি কেয়ার করি
হুমকি ধমক চোখরাঙানি
নই কাপুরুষ যে ভয়ে মরি ।
নেতা আছ কেতা আছে
আমার তাতে কী আসে যায়
থাকতে দলে জি হুজুরের
ভাবলে আমার তাই হাসি পায় ।