উল্টে দোয়াত সেদিন দুপুর
আকাশখানা কালো
গনগনে রোদ হঠাৎ উধাও
লাগলো ভীষণ ভালো ।
বইলো হাওয়া শনশনিয়ে
ধেয়ে এলো ঝড়
গাছের শাখা উঠলো দুলে
ভাঙছে মড় মড় ।
টিনের ঘরের চাল উড়ে যায়
পড়ছে গিয়ে দূরে
ধনী লোকের মেজাজ কিন্তু
আনন্দে ফুরফুরে ।
মজুদদারি করে তাদের
অনেক জমা টাকা
গরিব লোকে কিনতে এসে
পকেট হবে ফাঁকা ।
ঝড় বন্যায় গরিব গুর্বোর
কপাল যখন পোড়ে
ধনী লোকের চওড়া কপাল
আরো তখন গড়ে ।