উঠতি ষাঁড়ের বড় গোঁ
নতুন গাড়ি ছোটে ভোঁ
নওলা মুরগি শরমে মরে
কচিকাঁচা ভূতে ডরে।
উঠতি মুলো পত্তনে চিনি
নতুন সবজি মূল্যে কিনি
পুরানো চাল ভাতে বাড়ে
বুড়ো বুড়ি কাঁপে জাঢ়ে ।
বুড়ো শালিকের রোঁ
চিলে মারে মুরগি ছোঁ
নানা মুনির নানান মত
ধর্মের আছে বহুল পথ ।
বিউলি ডালে হবে বড়ি
মাখো তেল ফেলো কড়ি
জানার কোন শেষ নাই
জেনে তবে কাজ নাই ।