বর্ষাকালে সাত সকালে চড়ে বসি নাওটিতে
শম্ভু চলে মাছ ধরতে চড়া সরু খালটিতে
খালে আছে হরেক রকম ছোট বড় মৎস্য
পাড়ায় ঘুরে বেচে সে মাছ শম্ভুর ছোট বৎস্য ।
সংসার চলে মৎস্য বেচে যে টাকা সে পায়
কোনমতে ডালে ভাতে খেয়েপরে কাটায় ।
জেলের জীবন মস্ত কঠিন দিন আনে দিন খায়
পাল খাটিয়ে মাছের আশায় এদিকওদিক যায়
দৈবাৎ কালে যদি সেদিন ভাগ্যের সিকে ছেঁড়ে
সেদিন তারা সবাই মিলে খাবে পাতটি পেড়ে ।