জীজিবিষা
             জামাল ভড়

বাঁচার ইচ্ছা সবারই
চোখের সামনে যে অশ্বত্থ গাছ
ডালপালাসহ সমূলে উৎপাটিত
কালবৈশাখীর ঝড়ে সহসা
সবাই ভেবেছিল এগাছ গেল চিরতরে
তারপর -- তারপর -- কয়েক বছর পরে
শুকনো গাছ থেকে
একটা ছোট্ট ফড়কি গজিয়েছে
এবং তা থেকে একটা একটা করে ডাল ;
আরো কিছু বছর পরে
তর তর করে পুনরুজ্জীবন ফিরে পায় ।

( ২২-১১-২০২৩ , সালালাহ , ওমান )