চোরের মন বোঁচকার দিকে
ইঁদুরে যখন খায় ধান
বিড়ালের হাসি পায়
গাধার পিঠে বোঝাই দিলে তুলোর বস্তা
নড়তে নাহি চায় ;
যদি চাপাও বালির বস্তা সুড়সুড়িয়ে যায় ।
মালীর লক্ষ্য ফুলের দিকে
নেতার লক্ষ্য গদির প্রতি
কাঠ বিড়ালির ফল
মাঝি চাহে পারানিতে পড়ে না ফাঁকি ।
মাটি ও বিলাতি মাটির স্বভাব কখনো এক নয়
দেশের আমজনতার লক্ষ্য কর্মসংস্থান
প্রধানমন্ত্রীর ইচ্ছা ভ্রমণে বিশ্বরেকর্ড করা ।