যা না ভাই নিয়ে যা পান
সূর্যোদয়ের দেশ জাপান
দিবি সেথা পনের গুমটি
সাথে থাকবে কফি ও টি
অনেক আছে বাংলাদেশী
ভারতীয়ও পাবে কমবেশি
ধূমপানে নয় খাক না পান
পানের স্টলে ভরুক জাপান
যদি সেই দোকান চলে
তবে তোমার ভাগ্য খোলে
পর্ণপত্র করে খাদ্য হজম
শীতেও করবে গাত্র গরম ।
টোকিও এবং নাগাসাকি
তোমার পান সবাই খাবে নাকি !