আমার জানাজায় যারা আসবেন
অনুরোধ ঠিক সময়ে আসার
শুভ্র কাফনে জড়ানো লাশের জন্য কতক্ষণ
আর অপেক্ষা করবেন যারা অনেক আগে এসেছেন ; বাড়ির আত্মীয় পরিজন অধৈর্য হয়ে যাবে ; জানাজা পড়ার মৌলবী কতক্ষণ
করবেন অপেক্ষা ! কান্না প্রলম্বিত করলে
চোখের পানি শুকিয়ে যাবে । জানাজার পরেই
দোয়া করবেন , দাফনের পর দোয়া করলে
অনেকেই হবেন অধৈর্য ; তাই জানাজার পরেই দোয়ার কাজ সেরে নেবেন
যত দ্রুত দাফন করা হয় ততই ভালো ; যে যাওয়ার সে তো গেছে , ফিরে তো পাওয়া যাবে না ,
তাহলে লাভ কী
কাফনে জড়ানো জড়ো পদার্থ ফেলে রেখে !
যাঁরা বেঁচে আছেন তাদের সময়ের মূল্য আছে
অহেতুক দেরি করে জীবিতদের মুসিবতে ফেলা ঠিক নয় ; মসজিদে অনেক আগে এলান হয়ে গেছে ।