জনগণ বলে শেষকথা
অত্যাচারীর অত্যাচার যখন যায় সীমা ছাড়িয়ে
অহংকারের গর্বে মদমত্ত হয়ে ;
বিচারের বাণী নীরবে না যায়
নমরুদ থেকে ফেরাউন
সম্রাট নিরো থেকে জুলিয়াস সিজার
সবারই হয়েছে পতন
উড়েছে বিজয় পতাকা আকাশ ছুঁয়ে ।
ছেলেহারা মায়ের ক্রন্দন যায় না বৃথা
আবু সাইদের  বুলেটবিদ্ধ ঝাঁঝরা বুক
শত ভাইয়ের বুক ফাটে আর্তনাদে
বিচারের বাণী নীরবে না কাঁদে
ঈশ্বর নন তো বধির
যেদিন পৌঁছায় জুলুম চরম সীমায়
অত্যাচারী পায় না খুঁজে জায়গা যাওয়ার ।
তবে বড় কঠিন পরীক্ষা সম্মুখে
প্রতিশোধের স্পৃহা রেখে দূরে
শান্তির নিশানা ওড়ানো ,
শান্তিকামী বলিষ্ঠ নেতৃত্বের কর আহ্বান ।