কোন্ ফুল তোমার প্রিয়
এর উত্তর ভুলেও দিতে যেও না !
যদি বলো : শাপলা
শুনবে : শালা নির্ঘাত বাংলাদেশী
ডিটেনশন ক্যাম্পে পাঠাবে !
যদি বলো : ঘাসফুল
তাহলে লাগবে ইডি
হাজতের ঘানি টানাবে ।
যদি বলো : পদ্মফুল
পাবে জামাই আদর
সাত খুন হবে মাফ ।