ধূর্ত শিয়াল মাছের লোভে
নামলো নদীর বুকে
ভেবেছিল মৎস্য ধরে
খাবে মনের সুখে ।
অমনি যখন সামনের দুটি
পা রেখেছে জলে
দুটি পায়েই কিসের কামড়
ভীষণভাবে জ্বলে ।
তড়বড়িয়ে উঠলো ডাঙায়
চক্ষু ছানাবড়া
মরণ কামড় দিয়ে আছে
দুটি ইয়া কাঁকড়া ।
দুটি পায়ে বাড়ছে জ্বালা
গেল কামারবাড়ি
হরেন কামার লোহার সিকে
দিল এমন বাড়ি
কাঁকড়া দুটি অক্কা পেল
ছাড়িয়ে দিল দাঁড়
তারপর আর কোনদিন সে
জলে নামেনি আর ।