ইস্কান্দার কুল
          জামাল ভড়
দুর্গম পাহাড়ি অঞ্চলের ইস্কান্দার কুল
যেখানে আমি দাঁড়িয়ে এই একবিংশ শতকে
ঠিক এখানেই এসে থেমেছিল বুসিফ্যালাস
গ্রিক মহাবীর আলেকজান্ডারের বশ্য ঘোটক
সহসা থমকে যায় সেই দুর্দম প্রাণী ।
বিশ্বজয়ীর স্বপ্নে বিভোর মহাবীরের মন
তখন লেকের অপরদিকে; চেয়েছিলেন
দ্রুত পার হয়ে আরো উত্তরে ।
আজ যখন আমি এই লেকের ধারে দাঁড়িয়ে
তখন গ্রিস আর ভারত একে একাকার ।
আলেকজান্ডারের মতো আমার অবোধ মনে
কত স্বপ্ন , দেশ ভ্রমণের আকুল বাসনা
যতক্ষণ দেহে আছে প্রাণ
সেই প্রাণশক্তি নিঙড়ে করি ভ্রমণ ।
তাজিকিস্তানের এই প্রত্যন্ত অঞ্চল
তাদেরই মধ্যে শুকতারার আলোয়
এগিয়ে চলি , থেমে থাকতে পারিনা ।