ঈশ্বর ছিলেন একটা জানি চন্দ্র যুক্ত সাথে
অদ্ভূত যত খেয়াল ছিল তাঁর একটি মাথে ।
গরিব দুখীর দুঃখ দেখে মনটা বিচলিত
অকাতরে উজাড় করে সাহায্যটা দিত
মধুকবি যখনতখন পড়তেন যদি বিপাকে
অকপটে সকল কথা বলতে চাইলে তাঁকে
দয়ার সাগর বিদ্যাসাগর কথাটা না শুনে
পকেট থেকে নগদ টাকা দিতেন গুণে গুণে ।
আগের দিনে বাল্যকালে বিধবা মেয়েদের
বিয়ের বিধান চালু করে রক্ষা করেন তাদের
মনে প্রাণে ষোল আনা বাঙ্গালিয়ানা মনে
ইংরাজেরা দেখলে তাঁকে প্রমাদ তখন গোনে ।
বুকের পাটা চওড়া ভীষণ সাহস ছিল বুকে
জবাব দিতেন মুখের উপর সাহেব ব্যাপার মুখে ;
শিশুপাঠ্য এবং কত গ্রন্থ লেখেন তিনি
বাংলা গদ্যের উন্নয়নে ছাপ রেখেছেন যিনি ।