কোন্ দেশেতে বাড়ি আমার
ভারতে না ইণ্ডিয়ায়
ইণ্ডিয়ার নাম বললে আমি
পিণ্ডি দেবে গয়ায় ?
ভেবেচিন্তে বলতে হবে
নইলে গলা কাটা
বলবে তুমি অট্ট হেসে
বিষফোঁড়াটা ফাটা ।
হিন্দুস্তানে কারা থাকে
যদি বলি হেসে
ফাটিয়ে গলা বলবে তুমি
যাও বাংলাদেশে ।
বলছে যারা তারাই আগে
থাকতো পাকিস্তানে
দেশভাগেতে চলে আসে
এদেশ হিন্দুস্তানে ।
দেশপ্রেমের বন্যা এনে
পাল্টে ইতিহাস
নইলে ওরা তোমার গলায়
চায় দিতে যে ফাঁস ।