রোজ বুড়িটা এঁটো কাঁটা
পথেই ময়লা ফেলে
কষ্ট পাবেন আল্লাহর নবি
মসজিদেতে গেলে ।
আল্লাহর নবি হাবিবুল্লাহ
নোংরা পথে দেখে
নিজের হাতে তুলে সেসব
দূরে আসেন রেখে ।
বুড়ি দেখে আড়াল থেকে
মনে হাসি রঙ্গ
জানে না তো রসুল মানে
পরিচ্ছনই অঙ্গ ।
এইভাবে রোজ নোংরা ফেলা
বুড়ির প্রধান কর্ম
রসুল জানেন , রসুল বোঝেন
সহিষ্ণুতাই ধর্ম ।
বেশ কিছুদিন পরে দেখেন
আল্লাহর প্রিয় রসুল
কোথাও নেই নোংরা এঁটো
রাস্তাটি সাফ বিলকুল ।
রসুল তখন বুড়ির বাড়ি
গেলেন খুঁজে খুঁজে
তিনি দেখেন বুড়ি জ্বরে
আছে চক্ষু বুজে ।
আগন্তুকের পায়ের শব্দে
বুড়ি খোলে আঁখি
রসুল স্বয়ং দাঁড়িয়ে আছেন
ও মা দেখি এ কী !
নবি বলেন হাসিমুখে
নোংরা ফেল রোজ
ময়লা কেন ফেলনি তাই
নিতে এলাম খোঁজ ।
কাঁদো কাঁদো মুখে তখন
বুড়ি চাইলো মাফ
তোমার মনে এত দয়া
জানতাম না তো বাপ ।