বিকেলের পড়ন্ত রোদের প্রতিবিম্ব
ইশিক কুল লেকের জলে ক্ষুদ্র তরঙ্গে
ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেখে অপলক নয়নে
চেয়ে থাকি ; খেয়ালই করিনি কখন চলে গেল সে
আশেপাশে কেউ নেই , যে যার ফিরে গেছে ঘরে ।
জেটির শেষপ্রান্তে কাঠের পাটাতনে বসে ছিলাম
লেকের ওপারের তুষারে ঢাকা পাহাড় ,
ভাসমান নৌকা কিছুই যায় না দেখা
উপকূলের কাছাকাছি ঝোপঝাড় থেকে ভেসে আসে পোকার তীক্ষ্ম আওয়াজ ।
চারিদিকে আঁধারের প্রলেপ দিগন্ত বিস্তৃত
জুন মাসেও হিমের তীব্রতা আমাকে করে বিব্রত
হোটেলে ফিরবো বলে ধীর পায়ে এগিয়ে যাই ;
জেটি থেকে নেমে তীর ঘেঁষা বালির উপর দিয়ে
কিছুদূর আসতে না আসতেই
একটা কালো ওভারকোট আমার সঙ্গী
আমার কাঁধের কাছে তার উত্তপ্ত নিঃশ্বাস
পারফিউমের তীব্র সুগন্ধ
আমি যত দ্রুত পদে হাঁটি সেও --
চেহারায় অনুমান করেছি স্থানীয় মেয়ে
কাশফুল নয় তবে একই রকম ফুলের ঝোপঝাড়
আসতেই দেখি কেউ নেই আমার পাশে
আমি একাই ফিরছি হেঁটে ।