" কদাচিৎ কুপ্যতি মাতা নোদরস্থা হরীতকী "
    
তোমার নাম পূতনা , তুমিই অভয়া ত্বগ বিরহিতা
তোমার রস সেবনে অন্নাদি এবং দেখি রেতকে
পাপমুক্ত করে কর প্রজাধর্ম পালন
আমরা লভি অমৃতের স্বাদ , দিব্যশক্তি দাও ।
এহেন মহৌষধি যেন স্বর্ণের সমান
জন্মদাত্রী মাতাও দৈবাৎ হতে পারে রুষ্ট
তথাপি এই হরীতকী কভু কদাচ দেয়না কষ্ট
কত রোগের কর সমূলে বিনাশ
তোমার তুলনা তুমিই  কেবল
ষড়ঋতুর পরম বন্ধু হরীতকী ।