লক্ষাধিক ইহুদি হত্যার নায়ক হিটলার মরেনি
একনায়কতন্ত্রের অবিকল্প হিটলারের মরতে নেই
রয়ে যায় পর্দার অন্তরালে , দেখা না গেলেও
তার দাপুটে বাহিনী আপনাকে কোথায় দেবে পৌঁছে তা কল্পনা করাও অসম্ভব !
চলে যান উত্তর কোরিয়ায় কেমন রুদ্ধ নিঃশ্বাসে
বুকে চাপা কান্না নিয়ে জনগণ আছে বেঁচে ;
তুর্কমেনিস্তানের জনগণ বার্নিং হেলে কীভাবে জ্বলে
রাজধানী আশগাবাতে দম বন্ধ করা গুমোট পরিবেশ সারাক্ষণ ভয়ে ভয়ে কাঁপে এই বুঝি শেষ
সুদূর সীমান্ত থেকে সারা দেশে ত্রাসে কাঁপে  ।
আর ইদানীং বহু অবতারের দেশ ইণ্ডিয়া
সেই কবে প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনও
কত নতুন নতুন অবতারের আবির্ভাব ;
বর্তমানের শাসক দাবিও করেন
তিনি অযোনিজ -- ঈশ্বরের অবতার
নির্লোভ নির্মোহ নির্বিকল্প কল্পতরু অজর , অমরা ,
এক দেশ  , এক ধর্ম , এক সংবিধান
মানলে আশীর্বাদ প্রাপ্ত নিলে অভিশপ্ত ।

(১৬/০৬/২৪ ; খুজান্দ , তাজিকিস্তান)