হীরকের রাজা ভগবান
জামাল ভড়
হিটলারের ভক্তরা তাঁকে বসায় ঈশ্বরের আসনে
তিনি উপভোগ করলেও একথা এক অনুষ্ঠানে
নিজমুখে উচ্চারণ করেনি , বলেনি তিনি দূত
অথচ কোন কোন ভূতের মুখে একথা দেখি উদ্ভূত
তিনি এক মহাপুরুষ , জন্ম হয়নি বায়োলজিক্যাল
শুনি যবে একথা মনে হয় লাগে এ তো মিথিক্যাল ।
হীরকের রাজা যিনি , তিনি ভগবানের প্রতিনিধি
নিয়তি নয় এটাই বহু পূর্বে ঠিক করেছেন বিধি
স্বয়ং জগন্নাথ দেব এই মহাপুরুষের অনুরক্ত
তাই দেখে ভারতে হয়েছে অগণিত কোটি ভক্ত
ফকিরের পোশাকে দেখে জনতা দুঃখে কাঁদে
তারই ইচ্ছায় কেহ ধনী , কেউ পড়ে কঠিন ফাঁদে ।
তার তরফে নেই আপত্তি , নেই কোন রকম বাধা
ভক্তরা লুটিয়ে পড়ে নিয়মিত দিয়ে যায় সাজদা ।
( চোলপন আটা , কিরগিজস্তান : ৬-৬-২৪)