যৌবনের চাহিদা থাকে আকাশছোঁয়া
বার্ধক্যের চাওয়া যখন মাটি কামড়ে পড়ে থাকা
খরায় জ্বলে পৃথিবী শুধুই লড়াই অস্তিত্বে
কোনমতে টিঁকে থাকা , প্রয়োজন নেই স্বস্তিতে ।
বহুমুখী জীবনধারা মরুভূমিতে মিলিয়ে যাওয়ার
ভয়ে শুকিয়ে মরে ; যেটুকু ক্ষীণ জলধারা আছে
তাতেই তোলে হিন্দোল প্রাণপণে ।