হিজরি সনের পয়লা মাসের
নামটি মহররম
যুদ্ধ বিবাদ ঝগড়াঝাঁটি
নিষেধ হারাম সম ।
দোসরা মাসে সফর বলে
সফর মানে ভ্রমণ
যুদ্ধের জন্য বাইরে যাওয়া
মানে নির্গমন ।
তেসরা মাসটি রবিউল আওয়াল
বসন্ত কাল বলে
চৌঠা মাসটি রবিউস সানি
ফসল তোলা হলে ।
জমাদাল উলা নামে চেনা
পরে আসা মাসটি
শীতের কারণ ঠাণ্ডা লাগে
খাবার বাঁধে জমাটি ।
জমাদাল উখরা আসে পরে
শীতে জমে পানি
পরের মাসটি রজব নামে
মান্য করে জানি ।
অষ্টম মাসটি শাবান নামে
রুজি রোজগার বাড়ে
উপার্জনে লক্ষ্য থাকে
তাদের দৃষ্টি কাড়ে ।
রমজান মাসে জ্বালায় পোড়ায়
উপবাসের দ্বারা
বৃথা যাবে লোভ লালসা
রিপুদমন ছাড়া ।
শওয়াল মাসে বাইরে গমন
নিজের গৃহ ছেড়ে
জিলক্বদ মাসে যুদ্ধ বন্ধ
রইতো আপন দ্বারে ।
বারো মাসের শেষের মাসটি
জিলহজ নামে চেনা
অর্থ বলে বলী হলে
হজ করে না কে না ।