দেশে দিনে দিনে হায়েনার সংখ্যা বাড়ছে , ওদের পরিবারে তো আর ফ্যামিলি প্ল্যানিং নেই । এরা জঙ্গল ছেড়ে লোকালয়ে বাস গেড়েছে
বিশেষত শহরে এবং শহরতলীতে
এদের চোখ শকুনের মতো , কুকুরের মতো ঘ্রাণ
এদের মামা কাকা আছে আশ্রয় দেওয়ার জন্য
ফলে নির্ভয়ে হামলা করতে পারে
তাই আজকাল একা বেরোনো মেয়েদের পক্ষে
খুব ঝুঁকিপূর্ণ  , বিশেষত গলি ঘোঁজে , কী যে বিপজ্জনক , তারপরেতেই আছে কত
হায়েনাদের স্বর্গরাজ্য , এখানে নির্ভয়ে শার্টের
বোতাম খুলে ওৎ পেতে থাকে , টেনে নিয়ে যায়
নির্জন নিরাপদ পরিত্যক্ত ডেরায় , সেখানে এরা
শিকারকে ছিঁড়ে খায় , মায়া মমতা দয়া এদের
অভিধানে নেই  , এরা বধির তাই আর্তের চিৎকার
শুনতে পায়না । শিকারী ধরা না পড়ায়
এই হামলা দিনের পর দিন বেড়েই চলেছে ।