হায় মুসলমান আজি হারিয়ে সম্মান
অতীতের গৌরব সব হয়েছে ম্লান
তোলাবাজ ছিনতাই মাসলম্যান
গুণ্ডামি বোমাবাজি কেন বেইমান ।
তোমাদের পূর্বপুরুষ কত সযতনে
জাগিয়েছিল বিশ্বাস মানুষের মনে
আমানতের কভু করেনি খেয়ানত
নিজের আহুতিতে ছিল হেফাজত ।
বাদশা গড়েনি ইমারত নিজের তরে
ইসলামের মূলনীতি থেকে যায়নি সরে
মন্দির গির্জা প্যাগোডা ছিল অক্ষত
সে-অতীত ভুলি কেনবা কর আহত ।
যদি থাকে ইমান ও পরকালে বিশ্বাস
আল্লাহ রসুলের বাণীতে রাখো আশ্বাস
দাঁড়াবে যেদিন শেষ বিচারের দরবারে
তোমার সকল আয়েশ যাবে ছারখারে ।
এখনো সময় আছে তওবা কর খাঁটি মনে
অনুতাপ জাগাও প্রাণে , নিয়ত সর্বক্ষণে
মানুষের তরে মানুষ হয়ে বাঁচিবারে চাও
ইমানের সাথে বেঁচে সবার ভালবাসা পাও ।