তায়ি বংশে জন্ম তোমার
নামের শেষে তায়ি
সবাই চেনে কবি তোমার
নামটি হাতেম তায়ি।
তুমি কবি তুমি দাতা
হস্ত ছিল উদার
আরব দেশের দাতা কর্ণ
ছিল জানি প্রচার ।
গুলিস্তানে লিখেছিলেন
কবি শায়েখ সাদি
হাতেম তোমার নামেও তিনি
রাখেনি কিছু বাদই ।
আরব্য রজনীতেও পাই
দানের কথা তোমার
সিনেমা আর টিভিও করে
সিরিয়ালের প্রচার ।