কত্ত বড় নদীর পাটা
পার হতে ভয়েই কাঁটা
এপার থেকে দূরের ওপার
ভালো করে যায়না দেখা ।
ভটভটিতে ভটর ভটর
কানের ভিতর কটর কটর
শুকিয়ে গলা ভীষণ কষ্ট
কুক্ষণে যে মতি নষ্ট ।
পারের দ্বীপে নাই বা যেতাম
তোমার দেখা নাই বা পেতাম
এত বড় চওড়া নদী
বলতে তুমি আগে যদি
ভুলেও কথা দিতাম নাকি
কথা দিয়ে দিই না ফাঁকি ।