দিনে দিনে বুড়ো হলে
ভীমরতি হয় লোকে বলে
কাকে বলে ভীমের রতি
বোঝার মতো নেই যে মতি
কোথায় পাবে ভীমের শক্তি
শক্তিমানের আছে ভক্তি ।
বুড়ো হলে মূল্যহারা
চলতে নারে লাঠি ছাড়া
লাঠিই তখন হবে সম্বল
লাঠিই জোগায় হাঁটুর বল ।