ঘুষ নিয়ে ঘুষোঘুষি
বড়বাবু মেজবাবু
মুখ টিপে হাসাহাসি
অফিসের সব বাবু ।
শেষমেশ রফারফি
ভাগাভাগি আধাআধি
মুশকিলে পড়ে যায়
সিধেসাদা যত বাদী ।
হামেশাই চলে সব
থানা কিংবা করণে
ঘুষ নিয়ে হেরফের
আছে সব ধরনে ।
টেবিলের তলা দিয়ে
ঘুষ নেয় সরাসরি
কেউ বা বাড়ি বসে
আগে করে দরাদরি ।
কেউ নেয় ক্যাশটাকা
কেউ নেয়  কাইণ্ডে
ঘুষ নিয়ে কোন কথা
রাখে না সব মাইণ্ডে ।