শুধু একটি মাত্র বই
হ্যাঁ কেবল ওই একটাই বই
দ্য ক্যান্টারবারি টেলস
তোমাকে দিয়েছে অমরত্ব
এবং এনেছে খ্যাতির শীর্ষে ।
বইটি ছিল অসমাপ্ত , উদ্দ্যেশ্য ছিল মহৎ
লন্ডন থেকে ক্যান্টারবারির গির্জা
সেন্ট টমাস বেকেটের কবরদর্শনকালে
তিরিশজন তীর্থযাত্রীর পরিচয় পর্ব শেষে
সমাজের প্রতিনিধিদের সবার মুখের গল্প
কেবল উপস্থাপন সময় কাটানোর সাথে
এগিয়ে যাওয়া ক্যান্টারবারি তীর্থ দর্শন ;
আমরা যদি ভুলেও যাই তোমার
দ্য বুক অফ ডাচেস কিংবা দ্য হাউস অফ ফেম
তবুও ওই একটিই বই -- দ্য ক্যান্টারবারি টেলস
তোমাকে দিয়েছে অমরত্ব ।