জারজ সন্তানের মাতা দুশ্চরিত্র নিশ্চয়
তার পিতাও তদ্রূপ দুশ্চরিত্র সুনিশ্চয়
তাহাদের অবৈধ সহবাসে জাত যে সন্তান
মানিতে কি পারে কভু ঈশ্বরের বিধান
গত শতকের মাঝামাঝি হঠাৎ অভ্যুদয়
জাহানবাদী আজরাইলের হলো নবোদয়
পবিত্র আরবভূমি সন্ত্রাসে কাঁপে মুহুর্মুহু
বসন্তের অবসান, স্তব্ধ কোকিলের কুহু
অস্ত্রবলে বলীয়ান মারে রোগী-শিশু-নারী
লক্ষ আরব চলে আজন্ম নিজ আবাস ছাড়ি'
স্বভূমে পরবাসী , দেশের কুমন্ত্রনায়
কোটি জনতার প্রতিবাদ তবু কাঁদে যন্ত্রণায় ;
অনুর্বর গাজা উপত্যকায় গড়ে যে গুলিস্তান
দৈত্যের অত্যাচারে সে-ভূমি আজি গোরস্থান ;
বিলাসব্যসনে উন্মত্ত প্রতিবেশী আরবদেশ
নির্বিকার নিরুদ্বিগ্ন তথাপি দেখেও তাদের ক্লেশ
নিরদ নখরহীন অথর্ব ফিলিস্তিন শার্দুল
ক্ষেপনাস্ত্র নিক্ষেপ ফিলিস্তিনের মস্ত ভুল ।