ব্যবস্থাপনার চমৎকারিত্বে এবারের বৈঠক
ইন্দোনেশিয়াকেও ছাপিয়ে গিয়েছে
প্রয়োজনের চেয়ে আয়োজন ছিল বেশি
সবাই প্রশংসায় পঞ্চমুখ
এলাহি কাণ্ডে দেশের ভাবমূর্তি উজ্জ্বল
আহার নিরামিষ হলেও প্রতিটি পদের আস্বাদনে
ভোক্তাদের মুখে রুচি এনেছিল ;
তাছাড়া দার্জিলিং চা এবং সুন্দরবনের মধু
মহামান্য অতিথিদের উপরি পাওনা
তথাপি কেউ কেউ স্বদেশে ফিরে
সাংবাদিক নিপীড়ন , বস্তি উচ্ছেদ , জাতিদাঙ্গা নিয়ে উষ্মা প্রকাশ করার সংবাদ গোপন না থাকলেও সাংবাদিকদের সাহস হয়নি
সেসব খবর ছাপার তবুও কানেকানে
চারিদিকে কানাকানি হয়ে গেছে ।