সুখ খোঁজে কেউ ঘরে বসে
কেউ বা করে ঘোরাঘুরি
অনেক দিনের আমার ইচ্ছা
আমরা দুজন সফর করি ।
কর্মরত থাকাকালীন
দেখি আগে নিজের দেশে
অবসরের পরে শুরু
কাছাকাছি, দূর বিদেশে ।
চেনাজানা কত জনে
দেখি যাদের নিত্য দিনে
ব্যাংকে টাকা জমিয়ে রেখে
সুখ পায় সে জমি কিনে ।
আমার কেবল মনটা চাহে
দেশ বিদেশে বেড়াই ঘুরে
বিশ্বটাকে আপন করি
তাতেই আমি চাঙ্গা হয়ে
মনটি হয় যে কী ফুরফুরে।
(২৩-১১-২০২৩ : মাস্কট, ওমান)