চীনাবাদাম খেতে ফোকলা বুড়ির সাধ জাগে
বাদামগুলো কোনমতেই আসবে না তার বাগে
গুড়মাখা চাক বাদাম কিনে বুড়ি খেলো দিল খুলে
গুড়গুলো সব চুষে খেয়ে বাদামগুলো রাখে তুলে ।
কিছু পরে পাশের সিটে নাতনীসম এক মেয়ে এলো
তুলেরাখা বাদামগুলো মেয়েটিকে ভালোবেসে দিল
দয়া দেখে মুগ্ধ হয়ে ছোট্ট মেয়ে বললো হেসে ,
নিজে না খেয়ে বাদাম দিলেন আমায় ভালোবেসে !
ফোকলা বুড়ি বলে , দিদি পারি না বাদাম খেতে
গুড়গুলো চুষে খেয়ে বাদাম দিলাম তোমার হাতে ।
ওয়াক ! ওয়াক ! থুঃ ! থুঃ ! কী জঘন্য আসছে বমি
এক্ষুনি এই গাড়ি থেকে এই মুহূর্তে যাচ্ছি নামি' ।