মাঝে মাঝে আমি ভাবি
আমাদের নেই কোন অভাব
অন্ন বস্ত্র বাসস্থানের
দেশের সবাই যখন নিযুক্ত কর্মে
নিপুণ শিল্পে , মহাকাশবিজ্ঞানে
সব কিছুতেই আমরা স্বাবলম্বী
শুধু পিছিয়ে আছি ধর্মে
অজানা সব ইতিহাসে লুকিয়ে ছিল গর্ব
ভিনদেশী যত লুটেরা ছিল
তারাই এসে গুঁড়িয়ে দিয়ে
করেছে সে-সব খর্ব
যখন দেখি টনক নড়ে
অনেকটা বছর মুছে
জাগ্রত বিবেক দেশের তখন ধ্বংস করে
বিগত শতকের শেষ দশক থেকে বিশেষ করে
ষোড়শ শতাব্দীর ঐতিহাসিক স্মারক
ধ্বংসের মাধ্যমে আমরা আবার করেছি যাত্রা শুরু
যেভাবেই হোক দ্বাদশ শতাব্দীর আগে
আমাদের গৌরব পুনরুদ্ধার চাই ।
আমরা করেছি যাত্রা শুরু চলবে অভিযান
চাই না আমরা অন্য কিছু , শুধু দেশের সম্মান ;
আমরা ফিরে যেতে চাই অজন্তা ইলোরা নালন্দার
আমরা ফিরে যেতে চাই চোল চালুক্য নন্দ বংশে
আমরা ফিরে যেতে চাই অঙ্গ বঙ্গ কলিঙ্গে মগধে
আমরা ফিরিয়ে আনতে চাই পাল সেন বংশে
আমরা ফিরিয়ে আনতে চাই রাজপুত গৌরব
আমরা ফিরিয়ে আনতে চাই দুর্ধর্ষ মারাঠী
আমরা যে করেই হোক ফিরিয়ে আনতে চাই
প্রবল পরাক্রান্ত গুর্জর শাসন
যে ভাবেই হোক পুরাতন গৌরবে ফিরে যেতে চাই
সেজন্য যদি আগের মতো ছোট ছোট সাম্রাজ্যে
বিভক্ত হয় সেও ভালো তবুও তো সে-সব
দেশে কেবল আমরাই থাকবো
কোন ভিনদেশী থাকবে না ।