ওরা কাউকে ছাড়ে না
অথচ ওরা মুখে বলে বিটি বাঁচাও বিটি বাড়াও
ওরা আমাকে রেয়াত দেয়নি
আমার নাবালিকা মেয়েকেও না
চোখের সামনে ---
আমাদের অপরাধ আমরা অচ্ছুত
ওদের ছায়া মাড়ানোও অপরাধ
আমার স্বামীকে আষ্টেপৃষ্ঠে বেঁধে
তার সামনে এই পৈশাচিক কাণ্ড ।
পুকুরের জল নদীর জল এক ঘাটে নেওয়ার অধিকার নেই , মন্দিরে প্রবেশ নিষেধ
আমাদের বাচ্চারা স্কুলে গেলে আলাদা সারিতে বসতে হয় ; আমাদের শরীরে কোন দোষ নেই
তাই বুঝি চলে এসব
আমরা থানায় গেলেও এফ আর আই নেয় না ।