গাছ আমাদের বন্ধু
গাছ আমাদের প্রাণ
করি যদি বৃক্ষরোপণ
বাঁচবে মোদের জান ।
বন্ধ করি জল অপচয়
জল আমাদের জীবন
বৃষ্টির জল বাঁচিয়ে রাখি
আমরা সবাই করি পণ ।
পথ সবার রুজি দেখায়
পথ করো না যে রুদ্ধ
জীবন চলা যুদ্ধে তখন
পড়বো মারা সবশুদ্ধ ।
নদীর আছে অপার গতি
আপন ধারায় প্রবাহিত
নদীর বুকে জাঙ্গাল দিলে
নিজের দেশই সমাহিত ।