মেয়েটি ছিল একা , ওরা ছিল পাঁচ
হাওয়ায় গন্ধ শুঁকে পেল বিপদের আঁচ
কালোকাচতোলা একটা গাড়ি
তুলে নিয়ে গেল কোন পড়োবাড়ি
কচি শরীরে ডনবৈঠক বারেবারে
কান্না গুমরে মরে অর্গলিত দ্বারে
ঝিমিয়ে ঝিমিয়ে শেষে নিস্তেজ দেহ
মস্তিলোটায় মাতে কর্ণপাত করেনি কেহ
আদিবাসী ছিল সে হলুদ সালোয়ারে
লুটেপুটে খায় সেই পাঁচ জানোয়ারে
নিথর দেহ পড়ে থাকে ধুকপুকানি নাড়ী
বৃদ্ধ মাতা চেয়ে থাকে কখন ফিরবে বাড়ি ।