ওরা সবাই বন্ধু মিলে ছিল মোটে এক ডজন
কেউ বা তালপাতার সেপাই, কারো ওজন ভারি
রাতবিরেতে পরের গাছে উঠে ফলমূল সব সাবাড়
রাতদুপুরে পুকুর ঝিলে মাছগুলো সব কাবার ।
পাড়ার লোকের চিন্তা বাড়ে হচ্ছে ঘটছে কী কাণ্ড
শীতের সময় খেজুর গাছের উজাড় রসের ভাণ্ড
মাঠে ছাগল পালের মধ্যে একটা খাসি হারায়
গ্রামের খোঁয়াড় খুঁজেও সেথা সেটা নাহি পায় ।
মুরুব্বিরা যুক্তি এঁটে থাকলো সে-রাত পাহারা
পড়লো ধরা দেখলো তারা ভাইপো ছেলে তাহারা ।