ঈদের দিনে যেতাম আগে
প্রতিবেশীর বাড়ি
যুগের বদল এখন কেন
সবার সাথে আড়ি
দেখা হলে মুচকি হাসি
সালাম বিনিময়
এসব এখন বাসী কথা
ঠুনকো মনে হয় ।
কুড়ি তিরিশ বছর আগেও
ছিল আসা যাওয়া
হঠাৎ কেমন বদলে দিল
ইন্টারনেটের হাওয়া  ।
ঈদের খাওয়া ঈদের ছবি
স্যোশাল মিডিয়াতে
আলো ছেড়ে চলছি যেন
একা আঁধার রাতে ।
মেলামেশা আত্মীয়তা
উঠেই গেছে প্রায়
লোকে এখন স্বজন ছেড়ে
বিদেশ ভূঁইয়ে যায় ।
ইনস্টাগ্রাম ফেসবুকে সব
ঈদের স্ট্যাটাস ঢালাও
আমরা খাচ্ছি পিতজা বার্গার
বিরিয়ানি আর পোলাও ।