লক্ষ লোকের ভিড়ের শহর আমার কলকাতা
উত্তাল মাঝেমধ্যে আবার মিছিল স্লোগানে
গলা ফাটায় যারা বলে অভাব নিরাপত্তার
ধানতলা আর বানতলা ঘটে দু'একবার
জ্যান্ত লোকের পুড়িয়ে মারা ঘটেছিল তবু
সেসব দিন অতীত এখন , সমাজ খোলামেলা
লজ্জায় শির হেঁট হয়ে যায় আর জি  করে রাতে ।
ভুলে গেছি আমরা সবাই বিলকিস বানুর কথা
ধর্ষকেরা ছাড়া পেয়ে পরে গলায় মালা  ;
দিল্লির ঘটনা চাই না আমরা এই বাংলায় শুনতে
উত্তর প্রদেশের নিত্য ঘটে ধর্ষণ নাই বা বললে
হরিয়ানায় উৎসাহ দেয় , দিচ্ছে দিক গিয়ে
কলকাতা তো জানি আমরা নিরাপত্তার শহর
তবে এই শহরে ঘটবে কেন নারী ধর্ষণ হত্যা ।