চায়ের দোকান বন্ধুবান্ধব
আড্ডা জমে বেশ
হাসির কথা শুনলে চলে
লম্বা হাসির রেশ ।
বাইরে আওয়াজ হঠাৎ শুনি
ভীষণ শব্দ দুড়ুম
স্তব্ধ লোকে সবার এখন
আক্কেল হলো গুড়ুম ।
কেউ বলছে বোমাবাজি
চলছে দুটি দলে
পিছন দিকে কেটে পড়ে
আমরা যাব চলে ।
আবার কারো মুখের থেকে
হাসি গেছে উড়ে
জাতিগত দাঙ্গা এবার
লাগছে এ দেশ জুড়ে ।
শান্তি এবার নির্বাসনে
আমাদের কী উপায়
ভাইয়ে ভাইয়ে লড়াই বাধার
কে নেবে এই দায় ?