বোশেখের খর রোদে যারা
মাঠে খাটে দুপুরে
রৌদ্রের বাচ্চা বের হলো
সূর্যের পেট ফুঁড়ে ;
খাই খাই করে খায় তারা
মুনিসের মাথা কুরে ।
সারাদিন ধরে কাঠ ফাড়ে
জ্বালানির জন্য
তাদের রোদ্দুরে মাথাফাটা
একেবারে নগন্য ।
রিকশাটা টানে যারা
পিচগলা রাস্তায়
জীবনটা বিকায় দেখি
একেবারে সস্তায় ।
পেটের দায়ে পড়ে তাই
চালিয়ে যায় লড়াই
ধনী প্রতিবেশী তার
করে সুখের বড়াই ।