ছেলেবেলা আমার যখন
তোমার তখন মেয়েবেলা
এক পাড়াতে বাড়ি ছিল
দুজন মিলে কত খেলা ।
সঙ্গী বেশি জুটে গেলে
তুমি আমি একই দলে
চড়ক মেলায় চুরি করে
দুই জনেতে যেতাম চলে ।
ঝগড়া হলে মাঝে মাঝে
বন্ধ কথা , দিতাম আড়ি
দেখা হলে পরস্পরে
মুখ ফিরিয়ে যেতাম বাড়ি ।
একলা হলে মনের কোণে
সরল শিশুর লাগতো ব্যথা
দুদিন যেতে না যেতেই
আবার হয়েও যেত কথা ।
আজকে তুমি কোথায় থাকো
কেমন আছ নাহি জানি
ছোটবেলার মেলামেশা
ভালোবাসার মানুষ মানি ।