লেখাপড়া অল্পস্বল্প
হাতের লেখা ভালো
ফর্সা আমি না হলেও বা
নয়কো মোটে কালো ।
অংক করো হিসেব করে
আমি করি মুখে
স্কুল গণ্ডি না পেরিয়ে
দিব্যি আছি সুখে ।
রাজনীতি বা ব্যবসা করে
তোমার অনেক টাকা
দিনে আনি দিনে খাই
পকেট আমার ফাঁকা ।
তোমার চিন্তা অনেক বেশি
সি বি আইয়ের হানা
অনেক খেয়ে উদর ভরা
এবার জেলে যা না !