বন্য প্রাণী কমে আসছে মানুষের নৃশংসতায়
কেবল তাদের বনভূমি ধ্বংস করে নয় ,
তাদের হননে বিনোদনে রাজা মহারাজার ,
চোরা শিকারে চলে নিধন
সংরক্ষণেও রেহাই নেই অবোলা প্রাণীর ।

মানুষ কমে না , বাড়ে দিনে দিনে
শুধু জৈবিক চাহিদায় নয়
উত্তরসূরীর প্রয়োজনে
তবে আগের মতো গণ্ডা গণ্ডা নয়
দু একটাতেই পূর্ণছেদ ।

জেনোসাইড , গুপ্ত হত্যা , আত্মঘাতী ,
যুদ্ধ , বিস্ফোরণ  -- সর্ববিধ
মানুষের ক্ষেত্রে প্রযোজ্য
পশুর হত্যার চেয়ে মানুষ মরে বেশি
মানুষের ক্ষেত্রে পশুর চেয়ে ঢের বেশি
পশুর চেয়েও ছিন্নভিন্ন করে দেয় অধিক নির্মমতায়
পশুর হত্যায় সাজা কঠোর
কারণ ধরা সহজ
মানুষ খুনে সহজে পড়ে না ধরা
অধরাই থেকে যায় ।